নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর লিটনকে ঘিরে বিতর্ক তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা উঠেছে। সচেতন মহলের অভিযোগ—তার ভিডিও ও আচরণ বৃহত্তর সিলেটের মানসম্মান ক্ষুণ্ণ করছে।
সম্প্রতি টিকটকার লায়লার সঙ্গে ঢাকায় দেখা করতে গিয়ে লিটন গণধোলাইয়ের শিকার হন। এরপর তিনি হিরো আলমের প্রাক্তন স্ত্রী মিথিলাকে বিয়ে করেন। বিয়ের পরও তার কর্মকাণ্ড থেমে থাকেনি; বরং স্ত্রীকে নিয়ে নোংরামি ভিডিও প্রকাশ করে সিলেটবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছেন।
সচেতন মহলের প্রতিক্রিয়া
জগন্নাথপুর, সুনামগঞ্জ ও সিলেটের কয়েকজন সচেতন নাগরিক জানান,
“লিটনের বিরুদ্ধে প্রতিবাদ করতেও লজ্জা লাগে। তবে বৃহত্তর সিলেটের মর্যাদা রক্ষায় সম্মিলিত প্রতিবাদ জরুরি হয়ে পড়েছে।”
তাদের মতে, দিন দিন লিটনের ভণ্ডামি ও অশ্লীল কনটেন্ট আরও বাড়ছে, যা তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে।
বিতর্কিত কনটেন্ট
লিটন দীর্ঘদিন ধরে ইউটিউব, ফেসবুক ও টিকটকে ভিডিও বানিয়ে অর্থ উপার্জন করে আসছেন। তবে তার কনটেন্টের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
তার ভিডিওতে চিৎকার, অদ্ভুত কাণ্ডকীর্তি ও কাঁচা মাছ খাওয়ার মতো আচরণ দেখা যায়। সাম্প্রতিক সময়ে হিরো আলমের প্রাক্তন স্ত্রীকে নিয়ে নিম্নমানের ভিডিও প্রকাশ করে তিনি আবারও সমালোচনার মুখে পড়েছেন।
সম্ভাবনা থাকলেও অপব্যবহার
সমালোচকদের মতে, লিটনের হাজারো অনুসারী আছে; চাইলে তিনি ইতিবাচক বার্তামূলক ভিডিও বানাতে পারেন, যা সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে। কিন্তু তিনি বরং নেতিবাচক কনটেন্টের মাধ্যমে তরুণদের বিপথে ঠেলে দিচ্ছেন।
আহ্বান
সচেতন মহল বলছেন, সিলেটবাসীর উচিত লিটনকে ভালো কনটেন্ট তৈরি করতে উৎসাহিত করা। যদি তিনি পরিবর্তন না আনেন, তবে যুবসমাজকে অশ্লীলতা ও ধ্বংস থেকে রক্ষায় তার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।